fbpx
হোম অন্যান্য ৪১ বছরের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ
৪১ বছরের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ

৪১ বছরের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ

0

দীর্ঘদিন ধরে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার জনগণ বিদ্যুতের বেহাল দশায় অতিষ্ট। এই এলাকায় ঝড়বৃষ্টি ছাড়াই ঘন্টার পর ঘন্টা লোডশেডিং আর অল্প বৃষ্টিতে লাপাত্তা এখানকার বিদ্যুত।

আধুনিক বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন ও উন্নতি ঘটলেও ৪১ বছর ধরে এই এলাকায় বিদ্যুত চাহিদার ঘাটতি আজো পূরণ হয়নি। যা রীতিমতো অবাক করার মতো। শুধু বিদ্যুতের জন্য দফায় দফায় আন্দোলন আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রোফাইলে ‘নিরবিচ্ছিন্ন বিদ্যুত চাই’ পোস্টার যুক্ত করার মধ্য দিয়ে হইচই ফেলে দেয় আন্দোলনকারীরা।

সাধারণ মানুষ এ থেকে পরিত্রাণের জন্য বারবার জনপ্রতিনিধিদের কাছে শরণাপন্ন হলেও আজও সমাধান না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, মাঝে মাঝে উর্ধতন কর্তৃপক্ষের তদারকিতে এই নাজুক অবস্থা থেকে কিছুটা রেহাই মেলে । কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আবারও সেই চিরচেনা রুপ দেখতে হয়।

পাটগ্রাম উপজেলার নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, আমরা বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি। লালমনিরহাট থেকে লাইন টেনে আনায় এই সমস্যা হচ্ছে। আমরা বিকল্প চিন্তা করছি। বলেন, করোনার কারণে কাজ থেমে আছে।

এনিয়ে পাটগ্রাম-হাতীবান্ধা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোতাহার হোসেন জানান, আমি দুইটা কাজে ব্যর্থ। একটা হাসপাতাল আর একটা বিদ্যুত। বলেন, অনেক কিছু করেছি কিন্তু কোনো সুফল আসেনি।

এলাকার মানুষদের একটাই চাওয়া, নিরবিচ্ছিন্ন বিদ্যুত । আলাদা পাওয়ার প্লান্ট কিংবা জাতীয় গ্রীডের লাইনের ব্যবস্থা করা । তাই তারা দীর্ঘদিনের বিদ্যুত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ নিয়ে বিস্তারিত ভিডিও প্রতিবেতন দেখুন চেঞ্জ টিভির ইউটিউবে…https://www.youtube.com/watch?v=bJAGQyQUmkk

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *