fbpx
হোম বিনোদন ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আইয়ুব বাচ্চুর রুপালি গিটার দেখতে মানুষের ভীড়
৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আইয়ুব বাচ্চুর রুপালি গিটার দেখতে মানুষের ভীড়

৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আইয়ুব বাচ্চুর রুপালি গিটার দেখতে মানুষের ভীড়

0

আইয়ুব বাচ্চু, চট্টগ্রামের সন্তান। চট্টগ্রাম শহরে তার নানা স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে।  সেই স্মৃতি সংরক্ষণের জন্য প্রবর্তক মোড়ে এই রুপালি গিটারের ভাষ্কর্য স্থাপন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় সিটি মেয়র আজম নাছির উদ্দিন দেশের প্রতি তাঁর ভালোবাসার প্রতিদান স্বরুপ উদ্বোধন করেন সেই রুপালি গিটার। এছাড়া প্রর্বতক মোড়ের নতুন নামকরণ করা হয়েছে  আইয়ুব বাচ্চু চত্ত্বর

নগরীর প্রবর্তক মোড়ে স্থাপিত গিটারটি দেখতে আজ সকাল থেকে শত শত মানুষ আসেন এখানে। তারা সবাই এটির ভূয়সী প্রশংসা করে।

উল্লেখ্য, এই গিটার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। পুরো অর্থের জোগান হয়েছে আউট সোর্সিংয়ের মাধ্যমে। এ প্রকল্পের আওতায় রয়েছে সড়কের বিউটিফিকেশন, ওয়াকওয়ে নির্মাণ, দেয়ালে ম্যুরাল ও সবুজায়ন। দুটি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়েছে সিটি কর্পোরেশনের সঙ্গে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *