fbpx
হোম আন্তর্জাতিক ৩৭ বছর পরও ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাননি ৪ ইরানি !
৩৭ বছর পরও ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাননি  ৪ ইরানি !

৩৭ বছর পরও ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাননি ৪ ইরানি !

0

৩৭ বছর আগে ১৯৮২ সালে লেবানন থেকে অপহরণ করা হয় ইরানের চার কূটনীতিককে, যারা এখনও ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাননি। উত্তরাঞ্চলীয় লেবাননের বারবারা চেকপয়েন্ট থেকে ১৯৮২ সালে এ চার কূটনীতিবিদকে অপহরণ করা হয়। অপহৃত কূটনীতিবিদরা হলেন আহমাদ মোতেওয়াসেলিয়ান, সাইয়্যেদ মোহসেন মুসাভি, তাকি রাস্তেগার মোকাদ্দাম এবং কাজেম আখাওয়ান। অপহরণের ৩৭তম বার্ষিকী উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাঁদের মুক্তি দাবি করে জানানো হয়, ইরান মনে করে অপহরণের পর কূটনীতিবিদদের ইসরাইলের কাছে তুলে দেয়া হয়। বর্তমানে তারা ইসরাইলের কারাগারে আটক রয়েছেন।

বিবৃতিতে ৩৭ বছর পেরিয়ে গেলেও এ চারজন কূটনীতিককে মুক্ত করার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোর কার্যক্রমেরও নিন্দা জানায় ইরান।

Like
Like Love Haha Wow Sad Angry
tags:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *