fbpx
হোম অন্যান্য ২ হাজার কোটি টাকার সফটওয়্যার কিনবে সরকার: পলক
২ হাজার কোটি টাকার সফটওয়্যার কিনবে সরকার: পলক

২ হাজার কোটি টাকার সফটওয়্যার কিনবে সরকার: পলক

0

আগামী ২ বছরে দেশীয় সফটওয়্যার কোম্পানি থেকে ২ হাজার কোটি টাকার সফটওয়্যার কিনতে চায় সরকার।

এতে দেশীয় উদিয়মান উদ্যোক্তারা সুরক্ষা পাবে। পাশাপাশি দেশেই সেবা দিয়ে কোম্পানিগুলো বৃহৎ আকারে কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরে দেশের বাইরে আরো কাজ করতে পারবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত বেসিস সফট এক্সপো-২০২০ এর সমাপনী অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে ১০ লাখ কর্মসংস্থান ও প্রযুক্তিখাত থেকে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চারদিনব্যাপী এবারের আয়োজনে প্রায় তিনশ’ প্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠানে ২ জন সেরা উদ্যোক্তাকে আজীবন সম্মাননা দেয়া হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *