fbpx
হোম বিনোদন ২৫ হাজার চলচ্চিত্র কর্মীকে সাহায্য করবেন সালমান
২৫ হাজার চলচ্চিত্র কর্মীকে সাহায্য করবেন সালমান

২৫ হাজার চলচ্চিত্র কর্মীকে সাহায্য করবেন সালমান

0

ভারতে চলছে ২১ দিনের লকডাউন। অচল প্রায় ভারতবর্ষ ।

এ অবস্থায় হিন্দি চলচ্চিত্র শিল্পের কর্মীরা বেকার হয়ে পড়েছেন। আর তাই তাদের পাশে দাঁড়ালেন সুপারস্টার সালমান খান। বলিউডে দৈনিক আয়ের ভিত্তিতে কাজ করা ২৫ হাজার চলচ্চিত্রকর্মীকে আর্থিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করলেন তিনি।

ভারতের এফডব্লিউআইসিই সংগঠনের সভাপতি বি এন তিওয়ারি জানান, নিজের দাতব্য প্রতিষ্ঠান বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের মাধ্যমে চলচ্চিত্রকর্মীদের সহায়তা করতে এগিয়ে এসেছেন ৫৪ বছর বয়সী এই তারকা।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) এফডব্লিউআইসিই সভাপতি বলেন, সালমানের বিয়িং হিউম্যান ফাউন্ডেশন তিন দিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে। তাদের জানিয়েছি, সংগঠনের প্রায় পাঁচ লাখ শ্রমিকের মধ্যে ২৫ হাজার জনের আর্থিক সহায়তা খুব প্রয়োজন। বিয়িং হিউম্যান ফাউন্ডেশন এই কর্মীদের তত্ত্বাবধান করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা এই ২৫ হাজার কর্মীর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ চেয়েছে। প্রত্যেকের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা করে দেবে এই দাতব্য প্রতিষ্ঠান। বাকি ৪ লাখ ৭৫ হাজার চলচ্চিত্রকর্মী একমাস কাজ না থাকলেও চলতে সক্ষম, এমনটাই দাবি এফডব্লিউআইসিই সভাপতির।

একজন চলচ্চিত্রকর্মী মাসে ১৫ হাজার টাকা রোজগার করেন। কিন্তু এখন সেই পথ বন্ধ। তাই এফডব্লিউআইসিই বেশ কয়েকজন অভিনেতা ও নির্মাতাকে চিঠি দিয়ে ও মেসেজ পাঠিয়ে সহযোগিতা চেয়েছে। তাদের মধ্যে সালমানই প্রথম সাড়া দিলেন। সংগঠনটির দাবি, গত দুই বছরে চিকিৎসাসহ যেকোনও প্রয়োজনের সময় সব মিলিয়ে দেড় কোটি রুপি দিয়েছেন তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry
26

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *