fbpx
হোম অন্যান্য ২০৪০ মাইল পাড়ি দিয়ে মক্কায় গেলেন সারা হাবা
২০৪০ মাইল পাড়ি দিয়ে মক্কায় গেলেন সারা হাবা

২০৪০ মাইল পাড়ি দিয়ে মক্কায় গেলেন সারা হাবা

0

চাইকেল চালিয়ে ২০৪০ (৩ হাজার ২৮৩ কিলোমিটার) মাইল পথ পাড়ি দিয়ে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন এক নারী ।

আফ্রিকার দেশ তিউনিশিয়া থেকে মিশর ও সুদানের মরুভূমি পাড়ি দিয়ে মক্কায় পৌঁছতে ৫৩ দিন সময় লেগেছে সারা হাবা নামের ওই নারীর । এ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি ।  তিনি জানান, এত কম সময়ে তিউনিশিয়া থেকে চাইকেলে মক্কায় পৌঁছাতে পেরে তিনি বিস্মিত । সেখানে তিনি তার ভাইয়ের সঙ্গে দেখা করেছেন । তার ভাই ফ্রান্স থেকে ওমরাহ পালনে মক্কায় এসেছেন ।

পবিত্র কাবায় পৌঁছে সারা লিখেছেন, আল্লাহর ঘর তাওয়াফের উদ্দেশে এ যাত্রা শুরু করি । এজন্য সময় নষ্ট না করতে একটি মুহূর্তের জন্যও থামিনি আমি । আমার ইচ্ছা শক্তিই আমার শরীরকে টেনে নিয়েছে । এত অল্প সময়ে আমি সফর শেষ করতে পারব ভাবতেও পারিনি । আমার এ কষ্ট আল্লাহ কবুল করুন এ কামনা করি ।

‘সাইক্লিং টু মক্কা’ নামক হ্যাশট্যাগ ব্যবহার করে যাত্রার সব তথ্য ও তার অবস্থান বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপডেট দিয়েছেন সারা । তিনি তার সাইকেলের নাম রেখেছেন মেরজুগা, যার অর্থ দোয়া ও অনুগ্রহ ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাইকেল চালিয়ে মক্কায় যাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *