fbpx
হোম বিনোদন ২০১৭-২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
২০১৭-২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

২০১৭-২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

0

২০১৭ ও ২০১৮ সালের সেরা ছবির বিজয়ীদের নামসহ মোট ২৮টি বিভাগের কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

২০১৭ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’ এবং ২০১৮ সালের সেরা ছবি ‘পুত্র’। ২০১৭ সালের শ্রেষ্ঠ অভিনেতা ঢাকা অ্যাটাকের জন্য আরেফিন শুভ এবং সত্তা ছবির জন্য শাকিব খান।

অপরদিকে সেরা অভিনেত্রী ২০১৭ সালে ‘হালদা’ ছবির জন্য নুসরাত ইমরোজ তিশা এবং ২০১৮ সালে ‘দেবী’ ছবির জন্য জয়া আহসান।
তবে এই দুই ‘ঢাকা অ্যাটাক’ ও ‘পুত্র’ ছবির পরিচালকদের কেউই সেরা পরিচালক হিসেবে পুরস্কার পায়নি। কিন্তু ২০১৭ সালে ‘গহীন বালুচর’ ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন বদরুল আনাম সৌদ। ২০১৮ সালের সেরা পরিচালক ‘জান্নাত’ ছবির জন্য মোস্তাফিজুর রহমান মানিক।
২০১৮ সালের শ্রেষ্ঠ অভিনেতা ‘পুত্র’ সিনেমার জন্য ফেরদৌস ও ‘জান্নাত’ সিনেমার জন্য সাইমন সাদিক। সেরা অভিনেত্রী জয়া আহসান।

এছাড়াও শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পেয়েছেন রুনা লায়লা ও বাপ্পা মজুমদার। ২০১৮ সালের ‘একটি সিনেমার গল্প’ ছবিতে ‘গল্প কথার ঐ’ গানটির জন্য রুনা লায়লা ও ২০১৭ সালের সত্তা সিনেমায় জেমসের গাওয়া ‘না জানি কোন অপরাধে’ গানটির সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বাপ্পা মজুমদার।
তবে মোট ২৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যথাক্রমে আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ শিশু শিল্পী, শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ চিত্র নাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা, শ্রেষ্ঠ মেকআপম্যান, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক হিসেবেও পেয়েছেন ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় পুরস্কার।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *