fbpx
হোম অন্যান্য ১ লাখেরও বেশী পরিবার অবকাঠামো উন্নয়নের সুফল পাবে চট্রগ্রামঃ নাছির উদ্দীন
১ লাখেরও বেশী পরিবার অবকাঠামো উন্নয়নের সুফল পাবে চট্রগ্রামঃ নাছির উদ্দীন

১ লাখেরও বেশী পরিবার অবকাঠামো উন্নয়নের সুফল পাবে চট্রগ্রামঃ নাছির উদ্দীন

0

বাংলাদেশ সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইউএনডিপি, ইউকে এইড’র আর্থিক সহায়তা “প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ” শীর্ষক প্রকল্পের আওতায় চট্টগ্রাম মহানগর এলাকায় ভৌত অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করার লক্ষ্যে আজ ১৭ অক্টোবর সকালে ৮ নং শুলকবহর ওয়ার্ড তুলাতলী চারুকলা বিদ্যাপীঠ প্রাঙ্গনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় গত বছর ১৯ ওয়ার্ড ৯৩০০ জনকে শিক্ষা, ব্যবসা, দক্ষতা বৃদ্ধিতে অনুদান দিয়েছি। এ বছর প্রায় ৫ হাজার জনকে সর্বমোট ৪ কোটি টাকা অনুদান দেয়া হয়। ভৌত অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের আওতায় নগরে ৪০৫টি সিডিসি ক্লাস্টার কাজ করছে। এর মাধ্যমে নগরের ১ লাখ ৫ হাজার পরিবারের মাঝে নানামুখী সুবিধা প্রদান করা হবে। এই কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে ৬ কি.মি সংযোগ সড়ক, ৪১ ওয়ার্ডে ৩১টি নলকূপ স্থাপন, ৫৭০টি টুইন পিট ল্যাট্রিন, ১৪ টি কমিউনিটি ল্যাট্রিন, ১৯ টি গোসলখানা নির্মাণ করা হবে। তাছাড়া এই কার্যক্রমের আওতায় আগামী ৩ বছর পর্যন্ত ১০ হাজার গর্ভবতী মাকে স্বাস্থ্য সম্মত খাবার প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্যানেল মেয়র ড নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মোরশেদুল আলম, উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো ইকবাল চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসিসহ প্রকল্প কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *