fbpx
হোম অন্যান্য ১৮ মাস পর বাড়ি ফিরলেন কর্নেল হাসিনুর
১৮ মাস পর বাড়ি ফিরলেন কর্নেল হাসিনুর

১৮ মাস পর বাড়ি ফিরলেন কর্নেল হাসিনুর

0

নিখোঁজ হওয়ার ১৮ মাস পর বাড়ি ফিরেছেন চাকরিচ্যুত লে. কর্নেল হাসিনুর রহমান। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তিনি তাঁর মিরপুরের বাসায় ফেরেন। হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। হাসিনুর র‌্যাবের একটি ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন।

২০১৮ সালের ৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে সাদাপোশাকে একদল লোক হাসিনুরকে তুলে নিয়ে যায়। তাঁর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছিল। জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে তাঁকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে পরিবারের দাবি ছিল, হাসিনুর একজন দেশপ্রেমিক সৈনিক। তিনি ষড়যন্ত্রের শিকার।

হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে কোনো একটা সময়ে তাঁর বাসার কলিংবেল বেজে ওঠে। দরজা খুলে দেখেন সামনে হাসিনুর। হাসিনুর শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন বলেও জানান।

তবে এতদিন তিনি কোথায় ছিলেন, সে সম্পর্কে কিছু বলেননি। পরিবারও জানতে চায়নি। তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে, এমন কোনো কিছুই পরিবার জিজ্ঞাসা করতে চাইছে না।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *