fbpx
হোম আন্তর্জাতিক ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু
ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু

0

চীনের বাইরে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস খ্যাত কোভিড-১৯। এবার ইরানে এ রোগে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক দিন আগেই সতর্ক করেছে, গরিব দেশগুলোতে একবার যদি করোনাভাইরাস ঢুকে পড়ে, তা হলে তা মহামারির মতো ছড়াবে। তখন করোনাকে নিয়ন্ত্রণে আনা গরিব দেশগুলোর পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াবে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের একজন দেশটির মারকাজি প্রদেশের একজন বাসিন্দা ছিলেন। প্রদেশের গভর্নর আলি আগাজাদেহ বার্তা সংস্থা ইরনাকে জানান, প্রদেশের আরাক শহরে মৃত্যু হওয়া ঐ ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। অবশ্য তিনি হৃদরোগেও ভুগছিলেন।

করোনাভাইরাসের প্রভাবে ইরানে সবরকম চলচ্চিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে। এমনকি ধর্মীয় স্থাপনাগুলোতেও লোকসমাগম সীমিত করা হয়েছে। এছাড়া দেশটির দুটি শহরের সব স্কুল বন্ধ রাখা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *