fbpx
হোম আন্তর্জাতিক ১৭৯৮’র পর সৌদিতে ঘটতে যাচ্ছে নজিরবিহীন ঘটনা
১৭৯৮’র পর সৌদিতে ঘটতে যাচ্ছে নজিরবিহীন ঘটনা

১৭৯৮’র পর সৌদিতে ঘটতে যাচ্ছে নজিরবিহীন ঘটনা

0

প্রাণঘাতী করোনা ভাইরাস সৌদি আরবের সকল চিত্র প্রায় বদলে দিয়েছে । একে একে মক্কা থেকে শুরু করে মদিনাসহ সারা দেশেই কারফিউ জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।

এরি মধ্যে নতুন করে ভাবতে হচ্ছে সৌদি সরকারকে হজ অনুষ্ঠিত হওয়া নিয়ে। কারণ দিন-রাত নতুন করে ২৪ ঘন্টার কারফিউ বলে দিচ্ছে না হওয়ার সম্ভাবনাই বেশি । শঙ্কা করা হচ্ছে, এই অবস্থা অব্যাহত থাকলে ১৭৯৮ সালের পর এই প্রথম বাতিল হতে পারে হজ। যা ২২২ বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে।

কারণ বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও প্রাণঘাতী করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যেই দেশটির পবিত্র দুই নগরীতে মক্কা-মদিনাতে দিন-রাত ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে। পুরো দেশে ঘোষণা করা হয়েছে লকডাউন। এ পরিস্থিতিতে চলতি বছর মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় জমায়েত পবিত্র হজ অনুষ্ঠিত হবে কি-না সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে এ বছর হজ বাতিল হতে পারে। ইসলামের ইতিহাসে অবশ্য হজ বাতিলের ঘটনা আগেও ঘটেছে। তবে আধুনিক ইতিহাসে এটা বিরল ঘটনা। সর্বশেষ ২২২ বছর আগে ১৭৯৮ সালে হজ বাতিল করা হয়েছিল।

অনুমান করা হচ্ছে, চলতি বছর হজ অনুষ্ঠিত নাও হতে পারে। জুলাই মাসের শেষের দিকে শুরু হওয়ার কথা এ বছরের হজের আনুষ্ঠানিকতা। তবে হজের নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম এখনও বন্ধ রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমদের হজে অংশগ্রহণের বিষয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এদিকে, সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মুহাম্মদ সালেহ বিন তাহের বান্তেন রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, সৌদি আরব সমস্ত মুসলিম ও নাগরিকের সুরক্ষার জন্য প্রস্তুত। এ কারণেই আমরা পরিষ্কার ধারণা না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হজের বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বের সমস্ত মুসলিমদের কাছে এই মুহূর্তে কোনো চুক্তি স্বাক্ষর না করার জন্য অনুরোধ করেছি।

Like
Like Love Haha Wow Sad Angry
73

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *