fbpx
হোম আন্তর্জাতিক ১৪৪ ধারা ভেঙ্গে কাশ্মীরে বিক্ষোভ, নিহত ৬
১৪৪ ধারা ভেঙ্গে কাশ্মীরে বিক্ষোভ, নিহত ৬

১৪৪ ধারা ভেঙ্গে কাশ্মীরে বিক্ষোভ, নিহত ৬

0

ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রেক্ষিতে কাশ্মীরে সংঘাত ছড়িয়ে পড়েছে। বুধবার (৭ আগস্ট) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছুড়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তপ্ত পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। অবস্থা নিয়ন্ত্রণে কারফিউ জারি ও অতিরিক্ত সেনা মোতায়েন রয়েছে।

নাম প্রকাশ না করে এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, পুলিশের ধাওয়া খেয়ে এক যুবক ঝেলাম নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছেন। বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ওপর ভারতীয় সেনাবাহিনী বুলেট, টিয়ারগ্যাস এবং গোলাবারুদ নিক্ষেপ করেছে। এর মধ্যে রয়েছে শ্রীনগর, পুলওয়ামা এবং বারামুলা।

বিবিসি এবং রয়টার্সের খবরে বলা হয়েছে, কাশ্মীরিরা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে কাশ্মীরকে বর্তমানে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *