fbpx
হোম আন্তর্জাতিক ১৩ হাজার ফোন পেয়েও চুপ ছিলো দিল্লি পুলিশ
১৩ হাজার ফোন পেয়েও চুপ ছিলো দিল্লি পুলিশ

১৩ হাজার ফোন পেয়েও চুপ ছিলো দিল্লি পুলিশ

0

দিল্লিতে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরুর পর ১৩ হাজার ২০০টি ফোন কল গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে নতুন করে অভিযোগ উঠেছে । ফোন কলের মাধ্যমে মূলত পুলিশের কাছে সংঘর্ষের বিষয়ে জানানো হয়েছিল ।

অভিযোগের বিষয়ে নিশ্চিত হতেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম পুলিশ কন্ট্রোল রুমের কল লগ খতিয়ে দেখতেই এমন তথ্য পায় ।

পুলিশের কল লগে দেখা যায়, গত রোববার (২৩ ফেব্রুয়ারি) বিক্ষোভের প্রথম দিন সন্ধ্যায় ৭০০ ফোন কল যায় পুলিশের কাছে । পরদিন ২৪ ফেব্রুয়ারি যায় সাড়ে ৩ হাজার ৫০০ । ২৫ ফেব্রুয়ারি সাড়ে ৭ হাজার ৫০০ ফোন পায় পুলিশ । ২৬ ফেব্রুয়ারি দেড় হাজার ফোন কল যায় পুলিশের কাছে ।

দেখা যায়, ভজনপুরা থানার আট পাতার কল রেজিস্ট্রার খাতার তালিকায় ২৪-২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ থেকে সাড়ে ৩ হাজার ফোন আসার তথ্য । কী অভিযোগ এবং তার প্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তার জন্য রেজিস্ট্রারের খাতায় আলাদা আলাদা কলাম রয়েছে । তবে শুধুমাত্র কোথা থেকে ফোন এসেছিল, কী অভিযোগ তা-ই লেখা রয়েছে ওই খাতায় । অর্থাৎ অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বলেই সেখানে তা উল্লেখ নেই ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *