fbpx
হোম ক্রীড়া ১০ নম্বর জার্সি না নেওয়ার কারণ জানালেন মেসি
১০ নম্বর জার্সি না নেওয়ার কারণ জানালেন মেসি

১০ নম্বর জার্সি না নেওয়ার কারণ জানালেন মেসি

0

গত সপ্তাহে সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসে আর কোনো খেলোয়াড় এই কীর্তি গড়তে পারবে কি না, সেটা সময়ই বলে দেবে। তবে নিকট ভবিষ্যতে যে এটা কেউ ভাঙতে পারবে না, তা নিশ্চিতভাবেই বলা যায়।

ব্যালন ডি’অর জয়ের পর সম্প্রতি ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। সেখানে তিনি কথা বলেছেন জীবনের নানা ঘটনা নিয়ে। প্রসঙ্গক্রমে উঠে এসেছে পিএসজিতে ৩০ নম্বর জার্সি নেওয়ার কারণও।

লিওনেল মেসি বলেন, ‘১০ নম্বর আগে থেকেই নেইমারের ছিল। আমি তো এখানে (পিএসজি) নতুন এসেছি দলকে সাহায্য করতে। আমাকে ১০ নম্বর জার্সি দেওয়ার প্রস্তাব করেছিল (নেইমার), সেটা ওর বিশাল মহানুভবতা। আমি জানতাম সে এমনটা করবে। কারণ, আমি ওকে চিনি, বার্সেলোনায় একসঙ্গে অনেক সময় কাটিয়েছি এবং খুব ভালো বন্ধুও।’

‘কিন্তু আমার মনে হয়েছে, ১০ নম্বরটা জার্সিটা ওর কাছেই থাকা ভালো এবং সেটা তাকে মানায়ও। এ কারণেই আমি ৩০ নম্বর  পছন্দ করে নিয়েছি’, যোগ করেন তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *