fbpx
হোম আন্তর্জাতিক হেলিকপ্টার ভূপাতিত ছিল বড় ভুল: ভারতের বিমানপ্রধান
হেলিকপ্টার ভূপাতিত ছিল বড় ভুল: ভারতের বিমানপ্রধান

হেলিকপ্টার ভূপাতিত ছিল বড় ভুল: ভারতের বিমানপ্রধান

0

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে বিমানযুদ্ধে দুর্ঘটনাক্রমে নিজেদের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছিল দেশটির বিমানবাহিনী। দেশটির বিমানবাহিনীর প্রধান রাকেশ সিং ভাদুরিয়া বলেন, এটা অনেক বড় ভুল ছিল।

শ্রীনগর শহরের উপকণ্ঠে অবস্থিত বিমানবন্দরের কাছে ঘটা এ দুর্ঘটনায় বিমান বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছিলেন। ভাদুরিয়া বলেছেন, এ ঘটনা তদন্ত শেষ করে বিমানবাহিনী দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এমআই-১৭ হেলিকপ্টারটি কাশ্মীরে ভূপাতিত করা হয়েছিল।

ভারত দাবি করে, ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের অভ্যন্তরে বালাকোটের একটি গভীর জঙ্গলে জঙ্গি আস্তানায় তার আক্রমণ করেছিল। এতে বলা হয়, কাশ্মীরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৪০ জন ভারতীয় আধা সামরিক সেনা নিহত হওয়ার ঘটনায় এ আস্তানায় জঙ্গিগোষ্ঠীর সদস্যরা জড়িত ছিল।

পাকিস্তানের দাবি, তাদের বিমানবাহিনী এ ঘটনার একদিন পর একটি ভারতীয় যুদ্ধবিমানকে ভূপাতিত করে। এতে থাকা ভারতীয় পাইলটকে পাকিস্তান বন্দি করলেও পরে ছেড়ে দেয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *