fbpx
হোম রাজনীতি হেফাজতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১৪ দলের সুপারিশ
হেফাজতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১৪ দলের সুপারিশ

হেফাজতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১৪ দলের সুপারিশ

0

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকে হেফাজতে ইসলাম চ্যালেঞ্জ করেছে বলে অভিযোগ তুলেছে ১৪ দলীয় জোটের নেতারা।

সোমবার (২৯ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

এই আন্দোলনকে গণতন্ত্রের জন্য অশনিসংকেত আখ্যায়িত করে  তারা বলেছেন, হেফাজতের বিষয়ে  যতই কৌশল অবলম্বন করি, সনদ দেই, আর যেভাবেই যতই খুশি করার চেষ্টা করি, তারা তাদের রাজনৈতিক দর্শন থেকে সরবে না। দমন করতে না পারলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।

সরকারকে  উদ্দেশ করে আমু বলেন, এগুলোকে ছোট করে দেখার অবকাশ নেই। কঠিনভাবে কঠোর হস্তে দমন করতে হবে। সরকারের আইন কঠিনভাবে তাদের ওপর প্রয়োগ করতে হবে। ১৪ দলের সভা থেকে আমরা এই সুপারিশ করছি।

সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মোদির সফরকে কেন্দ্র করে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে হেফাজত দাঁড়িয়ে গেছে। তারা রাষ্ট্রীয় উদযাপনকে চ্যালেঞ্জ করেছে। রাষ্ট্রীয় উদযাপনকে বিনা বাধায় যেতে দেবে না। এছাড়াও সভায় চৌদ্দ দলের নেতারাও এবিষয়ে মতামত তুলে ধরে হেফাজতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *