fbpx
হোম আন্তর্জাতিক হেগে মিয়ানমারের পক্ষে-বিপক্ষে প্রতিবাদের চিত্র দেখুন ছবিঘরে
হেগে মিয়ানমারের পক্ষে-বিপক্ষে প্রতিবাদের চিত্র দেখুন ছবিঘরে

হেগে মিয়ানমারের পক্ষে-বিপক্ষে প্রতিবাদের চিত্র দেখুন ছবিঘরে

0

নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক বিচার আদালতে যখন মিয়ানমারের বিপক্ষে গণহত্যা মামলার শুনানি চলছিল তখন পিস হাউসের বাইরে জড়ো হন প্রতিবাদকারীরাও ৷ মিয়ানমারের সমর্থকরাও এসেছিলেন সেখানে ৷ সেসব চিত্র দেখুন ছবিঘরে ৷

ট্রাকে বিশাল এক ব্যানার ৷ তার বেশিরভাগটা জুড়ে মিয়ানমারের সেনাবাহিনী প্রধানের ছবি ৷ এক পাশে লেখা, ‘রোহিঙ্গাদের গণহত্যার জন্য সন্ধান চাই ’৷ ব্যানারের নীচে রয়েছে সেনাবাহিনীর অন্য উচ্চপদস্থদের নাম ৷ এভাবেই প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় বসবাসরত রোহিঙ্গাদের সংগঠন দ্য ইউরোপিয়ান রোহিঙ্গা কাউন্সিল ।

মিয়ানমারের জনগণ এই বিচারকে দেখছে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে ৷ আদালতের বাইরে দেশটির সমর্থকরা তাই জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ৷ এক নারী তেমনই এক স্লোগান সম্বলিত স্টিকার লাগিয়েছেন তার গালে ৷

আদালতের বাইরে মানববন্ধন করেছেন মিয়ানমারের সমর্থকরা ৷

সুচির ছবিসহ বিশাল ব্যানার হাতে প্রতিবাদ জানাতে দেখা যায় তাদের ৷ যেখানে লেখা ছিল, ‘আমরা স্টেইট কাউন্সিলরকে সমর্থন করি ’৷

রাখাইনে সহিংসতার কথা স্বীকার করলেও একে কোনোভাবেই গণহত্যা বলা যায় না বলে মন্তব্য করেছেন সুচি ৷

আদালতের বাইরে অবস্থান নেয়া মিয়ানমারের সমর্থকরাও তেমনটাই মনে করে ৷

মিয়ানমারের গণহত্যা থামানোর আহবান নিয়ে হাজির হয়েছেন ইউরোপে বসবাসরত এই রোহিঙ্গারা ৷

আদালত ভবনের বাইরে তাদের স্লোগান দিতেও দেখা যায় ৷

এরা এসেছেন আরাকার রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন নামের একটি সংগঠনের পক্ষ থেকে৷ ‘যুদ্ধাপরাধীদের’ পক্ষে না দাড়াতে সুচির প্রতি আহবান জানিয়েছেন তারা৷ মামলা করার জন্য ধন্যবাদ জানান গাম্বিয়ার প্রতিও ৷ দেশটির ৭০ বছরের সামরিক আগ্রাসন বন্ধেরও দাবি তুলে ধরেছেন একজন ৷

ইউরোপের অনেক প্রবাসী বাংলাদেশিরাও হেগের আন্তর্জাতিক বিচার আদালতের সামনে জড়ো হয়েছেন মিয়ানমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ৷

তাদের সঙ্গে ছিল বাংলাদেশের পতাকা ৷

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *