fbpx
হোম রাজনীতি হাসপাতালে ভর্তি কল্যাণ পার্টির ইবরাহিম বীর প্রতীক
হাসপাতালে ভর্তি কল্যাণ পার্টির ইবরাহিম বীর প্রতীক

হাসপাতালে ভর্তি কল্যাণ পার্টির ইবরাহিম বীর প্রতীক

0

অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, বীর প্রতীক মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

বুধবার কল্যাণ পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাত বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইব্রাহিম খান সাদাত জানান, গতকাল মঙ্গলবার সকালে জেনারেল ইবরাহিম তার ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

তিনি এখন এইচডিইউতে (হাই ডিপেনডেনসি ইউনিট) আছেন, তবে অবস্থা সিরিয়াস না বলেও জানান সাংগঠনিক সম্পাদক।

মুহাম্মদ ইবরাহিমের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার উত্তর বুড়িশ্চর গ্রামে। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরিরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। ১৯৯৬ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।

তিনি পরে মওলানা ভাসানী ফাউন্ডেশন নামের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের চেয়ারম্যান হন। ২০০৬-০৮ সালে বাংলাদেশে রাজনৈতিক সঙ্কটের সময়, তিনি ডিসেম্বর ২০০৭ সালে ‘বাংলাদেশ কল্যাণ পার্টি’ প্রতিষ্ঠা করেন। ২০০৮ সালে তার দলটি কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় যুক্তফ্রন্টে যোগ দেয়। তিনি ৫ ডিসেম্বর ২০১৫ এ পুনরায় দলের চেয়ারম্যান নির্বাচিত হন। তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সদস্য।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *