fbpx
হোম অন্যান্য হাসপাতালে বসেই বই লিখছেন ‘করোনা বনাম পুঁজিবাদ’
হাসপাতালে বসেই বই লিখছেন ‘করোনা বনাম পুঁজিবাদ’

হাসপাতালে বসেই বই লিখছেন ‘করোনা বনাম পুঁজিবাদ’

0

‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ’ শিরোনামে হাসপাতালে বসে একটি বই লিখছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী ।

কেমন আছেন জিজ্ঞেস করতেই বললেন, আমি ভালো আছি। খাচ্ছি, হাঁটছি আর মানুষের কথা শুনছি। ডাক্তারদের কথা শোনেন কিনা প্রশ্ন করতেই উত্তর দিলেন, ডাক্তারের কথা শুনি না, মানুষের কথা শুনি। বলা হচ্ছে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর কথা।

গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা আগের থেকে ভালো। ফুসফুসের সংক্রমণ গতকালের চেয়ে আরও কমছে। নিয়মিত অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, কিডনি ডায়ালাইসিস করছেন। অক্সিজেন প্রয়োজন হয় না তবে গলার ব্যাথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে।

একটু একটু কথা বলতে পারেন করোনা মুক্ত হওয়া ডা. জাফরুল্লাহ চৌধুরী। ইশারায় আর লিখে তিনি কথার উত্তর দেন। চিকিৎসকগণ তাকে জরুরি প্রয়োজনে ব্যতীত কথা বলতে নিষেধ করেছেন। তার শরীরে করোনা ভাইরাস ইনফেকশন নেই। নতুন করে নিউমোনিয়া সংক্রমণ ঘটলেও সেটি আগের চেয়ে কমছে। তাকে আরও বেশ কিছুদিন দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।

করোনা নেগেটিভ হওয়ার ঠিক একদিন পর গত ১৩ জুন ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের চার তলা থেকে কাউকে না জানিয়ে বের হয়ে যান তিনি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জানাজায় উপস্থিত হন ডা. জাফরুল্লাহ চৌধুরী। খবর পেয়ে তার পেছনে পেছনে স্যালাইন ও চিকিৎসা সামগ্রী নিয়ে উপস্থিত হন চিকিৎসকরা। পরে তাকে স্যালাইন দেয়া হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *