fbpx
হোম বাণিজ্য হামদর্দের নতুন প্রোডাক্ট লঞ্চিং
হামদর্দের নতুন প্রোডাক্ট লঞ্চিং

হামদর্দের নতুন প্রোডাক্ট লঞ্চিং

0

ইউনানী-আয়ুর্বেদিক শিল্পের অগ্রদূত হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের নতুন প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে । সিলেটের শ্রীমঙ্গলে ব্র্যাক লার্নিং সেন্টারে হামদর্দের নতুন প্রোডাক্ট বদহজম নিরাময়ে কার্যকর আমলাসিয়া ও বাংলাদেশে প্রথম প্রাকৃতিক উপাদানে প্রস্তুত এন্টিসেপটিক ক্রিম নিমেন্ট এর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিংবদন্তি উদ্যোক্তা, হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া । ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, গুণগত মানে শতভাগ যাচাই বাছাই করে ওষুধ উৎপাদন করে হামদর্দ।

আশা করছি নতুন আর্কষণ হিসেবে আমলাসিয়া ও নিমেন্ট মানুষের রোগ নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মিনী অধ্যাপক কামরুন নাহার পলিন । এ সময় তিনি বলেন, রোগ নিরাময়ে বাংলাদেশে নিরব বিপ্লব তৈরী করেছে হামদর্দের ওষুধ।

এখন প্রয়োজন হামদর্দের ওষুধের তথ্যগুলো সবার কাছে ছড়িয়ে দেওয়া। লঞ্চিং প্রোগ্রামে সভাপতিত্ব করেন পরিচালক বিপণন মো. শরীফুল ইসলাম । তিনি বলেন, মানুষের সেবায় বিরামহীন প্রচেষ্টা চালাচ্ছে হামদর্দ। এর ধারাবাহিকতায় হামদর্দ বাজারে আনলো আমলাসিয়া ও নিমেন্ট। অনুষ্ঠানে হামদর্দের বিপণন বিভাগের ঊর্ধতন কর্মকর্তাসহ সিলেট অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *