fbpx
হোম আন্তর্জাতিক হজের টুকিটাকি (২০২১সাল, ১৪৪২হিজরী)
হজের টুকিটাকি (২০২১সাল, ১৪৪২হিজরী)

হজের টুকিটাকি (২০২১সাল, ১৪৪২হিজরী)

0

এই বছর হজ পালন করেছেন পুরুষ মহিলা মিলে মোট ৫৮,৫১৮ জন। হজযাত্রীদের মধ্যে ১৫০ টি দেশ থেকে আগত ২৫,০০০ এরও বেশি  হজ  ছিল। মহিলা  হজযাত্রীর সংখ্যা ছিল ২৫,৭০২ জন এবং পুরুষ  হজযাত্রীর সংখ্যা ছিল ৩২,৮১৪ জন। এই পরিসংখ্যানগত তথ্য হজ ও ওমরাহ্ মন্ত্রণালয় এবং মক্কা সিটি ও হলি সাইট রয়্যাল কমিশন জারি করা এক যৌথ বিবৃতিতে প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে দেখা গেছে, সৌদি হজযাত্রীদের সংখ্যা ১৬,৭৫৩ জন পুরুষ এবং ১৬,০০০ এর বেশি নারী সহ ৩৩,০০০ এরও বেশি ছিল, এবং প্রবাসী পুরুষ ও মহিলা হজযাত্রীদের  সংখ্যা ২৫,০০০ এরও বেশি ছিল। হজ সম্পাদনের পবিত্র এলাকা গুলোকে চারটি জোনে ভাগ করে হজযাত্রীদের সেবা প্রদান করা হয়েছে।

রেড জোনের অধীনে নিবন্ধিত হজযাত্রীদের সংখ্যা ছিল ১৬,৯০০ জনের ও বেশি, এবং গ্রিন জোনে  হজযাত্রীর সংখ্যা ছিল প্রায় ২০,০০০ এরও বেশি। ব্লু জোনে  হজযাত্রীর সংখ্যা ছিল ১২৪৭৬ জন এবং ইয়েলো জোনে  হজযাত্রীর সংখ্যা ছিল ৯০০০ হাজার।

মিনা ও আরাফার  হজ ক্যাম্প  ছিল ২১৩ টি। মিনার ৭১টি ক্যাম্প ছাড়াও মুজদালিফায় ৭১ টি ক্যাম্প সহ মিনা টাওয়ার্স এ হজযাত্রীদের  জন্য ৮৪৮ টি কক্ষে থাকার ব্যবস্থা ছিল ।

সব মিলেয়ে ইসলামের ইতিহাসে এবারের  হজ ছিল অচেনা রূপে ভিন্ন আমেজের। করোনা সংক্রমণ প্রতিরোধে ছিল কঠোর নিয়ন্ত্রণ। বিধিনিষেধ ও শারীরিক দূরত্ব নিয়ন্ত্রণে ছিলনা মিলিয়ন ধর্মপ্রাণ মানুষের ভিড়।

সবচেয়ে স্বস্তির বিষয় হলো এবার হজ করতে এসে কারো মৃত্যুর সংবাদ এবং হজের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হয়েছেন বলেও খবর পাওয়া যায়নি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *