fbpx
হোম আন্তর্জাতিক হংকংয়ে ধনকুবের জিমি লাই গ্রেপ্তার
হংকংয়ে ধনকুবের জিমি লাই গ্রেপ্তার

হংকংয়ে ধনকুবের জিমি লাই গ্রেপ্তার

0

হংকংয়ে ধনকুবের জিমি লাইসহ সাত ব্যক্তিকে নতুন জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়। চীনের অন্যতম কট্টর সমালোচক তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ধনকুবের জিমি লাই গণতন্ত্রপন্থী হিসেবে পরিচিত। জিমি লাইসহ অন্যদের গ্রেপ্তারের সবশেষ এই ঘটনা হংকংয়ের গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে চীনের দমন অভিযান হিসেবে দেখা হচ্ছে।

হংকংয়ে নিয়ন্ত্রণ পোক্ত করতে গত ১ জুলাই নতুন জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করে বেইজিং। গণতন্ত্রপন্থীরা আগেই আশঙ্কা প্রকাশ করেন, হংকংবাসীর যে স্বাধীনতা ও স্বায়ত্তশাসন অবশিষ্ট ছিল, সেটাও ধূলিসাৎ করবে আইনটি।

জিমি লাইয়ের ঘনিষ্ঠ সহযোগী মার্ক সাইমন বলেন, ‘স্থানীয় সময় সোমবার সকাল সাতটার লাইকে তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। আমাদের আইনজীবীরা পুলিশ স্টেশনে যাচ্ছেন।’

জিমি লাইয়ের মিডিয়া গ্রুপের কয়েকজন সদস্যকেও আটক করা হয়েছে বলে জানান মার্ক সিমন।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, বিদেশি বাহিনীর সঙ্গে আঁতাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই সাত ব্যক্তির মধ্যে ৭২ বছর বয়সী জিমি লাই আছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *