fbpx
হোম অন্যান্য স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কোল্লা পাথর সমাধিস্থল
স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কোল্লা পাথর সমাধিস্থল

স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কোল্লা পাথর সমাধিস্থল

0

কোল্লাপাথর শহীদ স্মৃতিসৌধ। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত একটি দর্শনীয় স্থান ‘কসবা কোল্লা পাথর সমাধিস্থল’ যেটি কোল্লাপাথর নামে পরিচিত।

একটি ছোট টিলার উপরে উপস্থিত এই সমাধি স্থলটি। এখানে রয়েছে একটি রেষ্ট হাউজ ও একটি জামে মসজিদ। কসবা বাংলাদেশের একটি সীমান্তবর্তী উপজেলা যা মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের আওতায় ছিল এবং এর পাশেই ভারতের আগরতলা, যেখানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছিল বলে জানা যায়।

প্রশিক্ষণ ক্যাম্প থাকার কারণে এ অঞ্চলটি পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম লক্ষে পরিণত হয়েছিল, ফলে অন্যান্য অঞ্চলের চেয়ে এ এলাকায় বেশি যুদ্ধ সংগঠিত হয় এবং বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা শাহাদাতবরণ করেন।

এখানে দুজন বীরবিক্রম, একজন বীরউত্তম দুজন বীরপ্রতীকসহ মোট ৫২ জন শহীদ মুক্তিযোদ্ধার সমাধি রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ভিত্তি করে সাজানো হয়েছে এখানকার প্রতিটি কবর এবং লেখা রয়েছে মুক্তিযোদ্ধার নাম ও ঠিকানা। যাতে করে সবাই খুব সহজেই চিনতে পারে।

স্থানীয় তথ্য সুত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল করিম এবং তার আত্নীয়রা মিলে তার পৈতৃক ভিটায় মুক্তিযোদ্ধাদের লাশ সংগ্রহ করে দাফন করেন। পরে ১৯৭২ সালে তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া মহকুমা প্রশাসক ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সহযোগীতায় এ স্থানটি সংরক্ষণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন অগণিত দর্শনাথীদের আগমনে সরব হয় এই ঐতিহাসিক স্মৃতি কোল্লা পাথর। বিশেষ করে শুক্রবার, শনিবার তথা সরকারি ছুটির দিনগুলোতে প্রচুর জনসমাগম লক্ষ করা যায়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *