fbpx
হোম জাতীয় করোনায় স্কুল না খুললে পঞ্চম শ্রেণির ‘অটো পাস’
করোনায় স্কুল না খুললে পঞ্চম শ্রেণির ‘অটো পাস’

করোনায় স্কুল না খুললে পঞ্চম শ্রেণির ‘অটো পাস’

0

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গেছে, চলতি বছর কেন্দ্রীয়ভাবে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষার আয়োজন করা হবে না। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে বার্ষিক পরীক্ষার মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণি পাসের সার্টিফিকেট দেয়া হতে পারে। আর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে অটো পাস দেয়া হবে।

ডিপিই’র মহাপরিচালক মো. ফসিউল্লাহ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পঞ্চম শ্রেণির কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেয়া হবে না, তবে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করতে তাদের যতটুকু পড়ানো হয়েছে তার ওপর মূল্যায়ন করতে বার্ষিক পরীক্ষা নেয়া হতে পারে। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির সার্টিফিকেট প্রদান করা হবে। করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে এ স্তরের সকলকে অটো পাস দিয়ে সার্টিফিকেট দেয়া ছাড়া আর উপায় থাকবে না।’

মহাপরিচালক আরও বলেন, প্রাথমিকের নিজস্ব শিক্ষা বোর্ড না থাকায় সব কিছু অধিদফতরকে করতে হয়। এ বছর যেহেতু অষ্টম শ্রেণিরও কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেয়া হচ্ছে না, তাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডগুলো কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে সে বিষয়ে আমরা তাদের কাছে পরামর্শ নেব। আগামী সপ্তাহে অধিদফতরে সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *