fbpx
হোম অন্যান্য সেন্টমার্টিনে ভাসছে ৪০ ফুট লম্বা মৃত তিমি
সেন্টমার্টিনে ভাসছে ৪০ ফুট লম্বা মৃত তিমি

সেন্টমার্টিনে ভাসছে ৪০ ফুট লম্বা মৃত তিমি

0
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সমুদ্রে বিশাল আকৃতির একটি মৃত ‘তিমি’ ভাসতে দেখা গেছে। বৃহস্পতিবার দুপুরে সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে এ তিমি মাছটি ভাসমান অবস্থায় সকালে দেখতে পান জেলেরা। মৃত তিমি মাছটি ৪০ ফুট লম্বা। অনেকেই এটিকে ‘বালেন’ প্রজাতির তিমি বলে ধারণা করছেন।

টেকনাফ সাবজোনের টুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পর্যটকবাহী জাহাজ কেয়ারি করে সেন্টমার্টিন যাওয়ার সময় মাঝ পথে সমুদ্রে একটি বিশাল আকৃতির তিমি দেখা গেছে। এ সময় জাহাজে থাকা পর্যটকরা মোবাইল ফোনে এর ছবি ও ভিডিও ধারণ করেন। তবে তিনি মাছটির কোনো নড়াচড়া না করায় অনেকেই মৃত বলে ধারণা করছেন।

মৃত তিমি মাছটি ৪০ ফুট লম্বা হতে পারে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। এই তিমি মাছটি প্রথমে চোখে পড়ে পর্যটকদের। পরে মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে জাহাজে থাকা পর্যটকরা সেখানে যান সেটিকে এক নজর দেখতে।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সমুদ্রে তিমির বিষয়টি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। তবে সেটি তীরে ভেসে এলে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে দলছুট হয়ে তিমি মাছটি সেন্টমাটিনের কাছাকাছি এসেছে এবং তাপমাত্রার তারতম্যের কারণে মারা গেছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *