fbpx
হোম অন্যান্য সিরাজগঞ্জের দুই উপজেলাকে লকডাউন ঘোষণা
সিরাজগঞ্জের দুই উপজেলাকে লকডাউন ঘোষণা

সিরাজগঞ্জের দুই উপজেলাকে লকডাউন ঘোষণা

0

সিরাজগঞ্জে এখন পর্যন্ত বেলকুচি ও উল্লাপাড়া উপজেলায় মোট ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় নতুন করে ১২৫ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে।

এপর্যন্ত মোট কোয়ারেন্টাইন করা হলো ২৩৩৫ জনকে। ছাড়পত্র দেয়া হয়েছে ১৪৪জনকে। মোট ছাড়পত্র পেয়েছেন ১০০৬ জন। সর্বশেষ তথ্যানুযায়ী বর্তমানে কোয়ারান্টাইনে আছেন ১৩২৯ জন। এছাড়াও ১৬৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তন্মধ্যে ৮২ জনের রিপোর্ট পাওয়া গেছে। সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম উপরোক্ত তথ্য নিশ্চিত করেন।

করোনা ভাইরাসের সংক্রামক ঝুঁকি মোকাবিলায় শাহজাদপুর উপজেলায় নৌ ও সড়ক পথে নারায়ণগঞ্জ থেকে আসা পোশাককর্মী ও বিভিন্ন পেশার মানুষ শাহজাদপুরে প্রবেশ করায় এবং পার্শ্ববর্তী উপজেলা উল্লাপাড়া ও বেলকুচিতে করোনা শনাক্ত হওয়ায় শাহজাদপুরকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে লকডাউন ঘোষণা করেছেন শাহজাদপুর উপজেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটি।

আজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের গণবিজ্ঞপ্তিতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনো এলাকা থেকে কেউ শাহজাদপুর উপজেলায় প্রবেশ বা অন্য কোথাও গমন করতে পারবে না। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, করোনা ভাইরাস মোকাবিলায় ঘরে থাকা ছাড়া বিকল্প উপায় নাই। শাহজাদপুর এর আপামর জনসাধারণের কল্যাণের কথা ভেবে গোটা শাহজাদপুর উপজেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে হযরত আলী (২২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। গত ১৬ তারিখে তিনি করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। হোম কোয়ারান্টাইনে থাকাবস্থায় ১৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তার নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

মঙ্গলবার (২১ এপ্রিল) তার রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, উল্লাপাড়ায় করোনা রোগী সনাক্ত হওয়ার প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো উপজেলা লক ডাউন ঘোষণা করা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *