fbpx
হোম অন্যান্য সংকটকালে বাতিঘরের মতো এগিয়ে এলো এনআইবি
সংকটকালে বাতিঘরের মতো এগিয়ে এলো এনআইবি

সংকটকালে বাতিঘরের মতো এগিয়ে এলো এনআইবি

0

চলছে মাহামারী করোনা’র দাহকাল । দেশজুড়ে লকডাউনে নাকাল আপামর মানুষ। একদিকে ত্রাণ সংকট, অন্যদিকে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) এর স্বল্পতায় ত্রাহি ত্রাহি অবস্থা । দেশের এই দুর্যোগে এগিয়ে এলো ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশ (এনআইবি)।

ঢাকার তিন হাসপাতাল ও গণমাধ্যমকর্মীদের মাঝে পিপিই বিতরণ করেছে সংগঠনটি । সকালে এই মানবিক কার্যক্রমটির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা, প্রখ্যাত রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক নেসার আমিন ।

এনআইবির উদ্যোগে এদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ১০০ টি করে মোট ৩০০টি পিপিই বিতরণ করা হয়। নিজ নিজ হাসপাতালের পক্ষে পিপিইগুলো গ্রহণ করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. ফারুক আহমেদ এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালের পরিচালক ডা. সারওয়ার উল আলম।

এছাড়া সময় টেলিভিশন ও যমুনা টেলিভিশনের সংবাদকর্মীদের জন্য ৫০টি করে মোট ১০০টি পিপিই বিতরণ করা হয়। এনআইবির পক্ষ থেকে পিপিইগুলো হস্তান্তর করেন এনআইবির সদস্য আমিনুল ইসলাম শান্ত।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *