fbpx
হোম অন্যান্য সিটি নির্বাচনকে জোকস উল্লেখ করেন আসিফ নজরুল
সিটি নির্বাচনকে জোকস উল্লেখ করেন আসিফ নজরুল

সিটি নির্বাচনকে জোকস উল্লেখ করেন আসিফ নজরুল

0

ঢাকার দুই সিটির নির্বাচন কেমন হয়েছে তা নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

রবিবার সকালে নিজের ফেসবুক পেজে দেয়া ওই স্ট্যাটাসে তিনি আওয়ামী লীগের বিজয়োল্লাসে বিস্ময় প্রকাশ করেছেন।

মেয়র নির্বাচন কেমন হয়েছে, তার উদাহরণ দিতে গিয়ে স্ট্যাটাসে একটি জোকসও উল্লেখ করেন ঢাবির এ অধ্যাপক।

জোকসটি হলো-

পরীক্ষা কেমন হয়েছে তোর?

ভালো বাবা।

ভালো মানে কী?

অঙ্কে একটু খারাপ, বাংলায় ভালো।

নম্বর কত পেয়েছিস?

অঙ্কে দশে শূন্য। বাংলায় ২।
আসিফ নজরুল বলেন, মেয়র নির্বাচন মোটামুটি এমনই হয়েছে। নৈশ নির্বাচন যদি দশে শূন্য হয়, তা হলে এ নির্বাচন পেয়েছে দশে ২।

আশ্চর্য বিষয় হচ্ছে– এই নির্বাচন নিয়েই বিজয়োল্লাসে ফেটে পড়ছে কিছু মানুষ।

প্রসঙ্গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম। আর ঢাকা দক্ষিণে নতুন মেয়র হয়েছেন নৌকা মার্কার প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

অন্যদিকে ভোটের ফল প্রত্যাখ্যান করে হরতাল পালন করছে বিএনপি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *