fbpx
হোম অন্যান্য সাতক্ষীরায় ২৩ করোনা রোগী ঈদ কেনাকাটায় ব্যস্ত !
সাতক্ষীরায় ২৩ করোনা রোগী ঈদ কেনাকাটায় ব্যস্ত !

সাতক্ষীরায় ২৩ করোনা রোগী ঈদ কেনাকাটায় ব্যস্ত !

0

ইতোমধ্যে দেশের সব জেলায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বেশিরভাগ মানুষ মানছেন না কোনো নিয়ম। ফলে করোনা আরও দ্রুত ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত অঞ্চলেও।

এদিকে রবিবার সাতক্ষীরার চিত্র হঠাৎ পাল্টে যায়। একসঙ্গে ২৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আবার করোনা আক্রান্তরা করেছেন ঈদের কেনাকাটাও। এলাকায় যাওয়ার পর থেকে তারা সবাই পরিবার এবং নিজের কেনাকাটা নিয়ে ব্যস্ত বলে জানিয়েছেন এলাকার লোকজন।

১ মে নারায়ণগঞ্জ থেকে একটি ট্রাকে সাতক্ষীরার দেবহাটায় ফেরেন ২৪ জন ইটভাটা শ্রমিক। তাদের দেবহাটা খানবাহাদুর আহসানউল্লাহ কলেজের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। সেখানে ৫ মে এক যুবকের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর বাকিদের নমুনা সংগ্রহ করা হয়।

বাকি ২৩ শ্রমিকের উপসর্গ না থাকায় ১৪ মে কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু দুইদিন পর ২৩ শ্রমিকের সবার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের বাড়ি সাতক্ষীরা সদরের ধূলিহর এলাকায়।

কোয়ারেন্টাইনমুক্ত হয়ে তারা দেবহাটা থকে সাতক্ষীরার বাড়িতে ফেরেন। আক্রান্তদের মধ্যে দেবহাটা সদর ইউনিয়নের একজন গ্রাম পুলিশও রয়েছেন। বাকি আক্রান্তদের বাড়ি দেবহাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

দেবহাটা থানা পুলিশের ওসি বিপ্লব কুমার সাহা গণমাধ্যমকে বলেন, ট্রাকে এসব শ্রমিক ১ মে দেবহাটায় ফেরার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়। তবে আমাদের না জানিয়ে তাদের কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আক্রান্ত সবার বাড়িই লকডাউন করা হবে।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন বলেন, প্রশাসনের নজর এড়িয়ে করোনা আক্রান্তদের এলাকায় ঘুরে বেড়ানো অত্যন্ত দুঃখজনক। তবে বিষয়টি আগে কেউ প্রশাসন বা পুলিশকে জানায়নি। করোনা আক্রান্ত সবার বাড়ি লকডাউন করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা পেলে করোনা ছড়িয়ে পড়া ইউনিয়নগুলোও লকডাউন করা হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *