fbpx
হোম জাতীয় সাজেদা চৌধুরীর প্রথম জানাজা বেলা ১১টায়
সাজেদা চৌধুরীর প্রথম জানাজা বেলা ১১টায়

সাজেদা চৌধুরীর প্রথম জানাজা বেলা ১১টায়

0

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা তার নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরকান্দার এম এন একাডেমি মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) বেনজির আহমেদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃষ্টিজনিত কারণে বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে একই সময় তার নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরে নগরকান্দার এম এন একাডেমি মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বেনজির আহমেদ বলেন, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাখা হবে তার মরদেহ। পরে বাদ-আসর ঢাকার বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজেদা চৌধুরীর জন্ম ১৯৩৫ সালের ৮ মে। তিনি ১৯৫৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত৷ ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালে কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *