fbpx
হোম ক্রীড়া এশিয়া কাপ শ্রীলঙ্কার
এশিয়া কাপ শ্রীলঙ্কার

এশিয়া কাপ শ্রীলঙ্কার

0

তিন বিভাগে দুর্দান্ত নৈপুণ্য দেখালো শ্রীলঙ্কান দল। তাতে পাকিস্তানের গর্জন থামিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো লঙ্কানরাই। তাদের অপ্রতিরোধ্য পারফরম্যান্সে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম যেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রূপ নিয়েছিল।

টুর্নামেন্টের স্বাগতিক দলতো তারাই! কেবলমাত্র অর্থনৈতিক সংকটের কারণে নিজেদের মাঠে টুর্নামেন্টটি তারা আয়োজন করতে পারেনি, খেলতে পারেনি স্বাগতিক দর্শকদের সামনে। তার পরেও মরুর বুকে আয়োজন করে এই টুর্নামেন্ট জিতে তারা চ্যাম্পিয়ন মানি হিসেবে পেয়েছে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৫৪০ টাকার মতো। রানার্স আপ পাকিস্তান অবশ্য পেয়েছে ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭০ লাখ ৭১ হাজার ৭৭০ টাকার মতো।

পুরো টুর্নামেন্টেই লঙ্কানরা ছিল অপ্রতিরোধ্য। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের হার। অতৃপ্তি বলতে ওই টুকুই। এরপর বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি। রবিবার শেষ ম্যাচে এসে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ৬ষ্ঠ শিরোপা ঘরে তুলেছে। দুর্দান্ত খেলা একটি আসরে ফাইনালের ম্যাচ সেরা আর টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হয়েছেন দুই লঙ্কান ক্রিকেটার। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ভানুকা রাজাপাকশে। তিনি পেয়েছেন ৫ হাজার ডলার। টুর্নামেন্ট সেরা হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার পুরস্কারের মুল্যমান ১৫ হাজার ডলার।

ফাইনালে রাজাপাকশে খেলেছেন ৪৫ বলে ৭১* রানের বিস্ফোরক এক ইনিংস। ফাইনালে বিপর্যস্ত শ্রীলঙ্কার ইনিংস দাঁড় করিয়েছেন এই ব্যাটারই। ৫৮ রানে ৫ উইকেট হারানো লঙ্কানরা তার ইনিংসের কল্যাণেই ৬ উইকেটে ১৭০ রানের স্কোর গড়তে পেরেছে। এমন কিছুর জন্য ম্যাচ সেরার অন্যতম দাবিদার তো তিনিই।

টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে হাসারাঙ্গার সঙ্গে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু পাকিস্তান শিরোপা না জেতায় এই পুরস্কারটি জেতেন লঙ্কান অলরাউন্ডার। রিজওয়ান ৬ ম্যাচে ২৮১ রান করলেও অলরাউন্ড পারফরম্যান্সে উজ্জ্জ্ব ছিলেন হাসারাঙ্গাই। ব্যাট হাতে ৬৬ রান করার পাশাপশি বোলিংয়ে ৬ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।

এশিয়া কাপে পুরস্কার পেলেন যারা-
বেস্ট ক্যাচ অব দ্য ম্যাচ- ৩ হাজার ডলার- আসেন বান্দারা
প্লেয়ার অব দ্য ম্যাচ- ৫ হাজার ডলার- ভানুকা রাজাপাকশে
প্লেয়ার অব দ্য সিরিজ- ১৫ হাজার ডলার- ওয়ানিন্দু হাসারাঙ্গা
চ্যাম্পিয়ন দল (শ্রীলঙ্কা)- ১ লাখ ৫০ হাজার ডলার
রানার্স আপ দল (পাকিস্তান)- ৭৫ হাজার ডলার

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *