fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা সাগর-রুনি হত্যা: ১০ বছর পর রুল শুনানির জন্য উঠছে
সাগর-রুনি হত্যা: ১০ বছর পর রুল শুনানির জন্য উঠছে

সাগর-রুনি হত্যা: ১০ বছর পর রুল শুনানির জন্য উঠছে

0

সাগর-রুনি হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে ১০ বছর আগে জারি করা রুল অবশেষে হাইকোর্টে শুনানির জন্য উঠছে।

সোমবার এ সংক্রান্ত রিট আবেদনটি কার্যতালিকা আসলে বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলটি শুনানির জন্য (ফিক্সড) নির্ধারণ করেছেন।

এখন রুলটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে বলে জানান রিট আবেদেনেরে পক্ষের আইনজীবী মনজিল মোরেসদ।

ঘটনার পূর্বাপর
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নির্মমভাবে খুন করা হন।

ওই ঘটনা জড়িতদের আইনের আওতায় আনতে পরবর্তীতে হাইকোর্টে জনস্বার্থে রিট করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ।

চারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে সে রিটের শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ। সেমসয় আদালত আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, কে এম সাইফুদ্দিন, নুরুল ইসলাম সুজন এমপি, শ ম রেজাউল করিম, মো. আজহার উল্লাহ ভূঁইয়া, ড. মো. শাহজাহান ও শেখ আখতার উল ইসলামের বক্তব্য শোনেন।

এছাড়াও সাংবাদিকদের থেকে ল’ রিপোর্টার্স ফোরামের তৎকালীন সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক সালেহউদ্দিন, কালের কণ্ঠের তৎকালীন জ্যেষ্ঠ প্রতিবেদক এম. বদি-উজ-জামান, ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আশুতোষ সরকার, চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক মাজহারুল হক মান্না ও আরটিভি জ্যেষ্ঠ প্রতিবেদক শামীমা আক্তারের বক্তব্যও শুনেন উচ্চ আদালত।

একপর্যায়ে হাইকোর্ট সাগর-রুনি হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন। ১০ বছর পর অবশেষে সে রুল হাইকোর্টে শুনানির জন্য উঠছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ।

সাগর-রুনি হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। প্রথমে এই মামলা তদন্ত করছিল শেরেবাংলা নগর থানা পুলিশ। পরবর্তীতে মামলার তদন্তভার ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

এরপর আদালত র‍্যাবকে এই মামলা তদন্তের দায়িত্ব দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছে র‍্যাব। তবে এরই মধ্যে সাগর–রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৮৭ বারের মতো পিছিয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আগামী ২৬ এপ্রিল এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *