fbpx
হোম ক্রীড়া সাকিব আজ খেলবেন তো ?
সাকিব আজ খেলবেন তো ?

সাকিব আজ খেলবেন তো ?

0

আরব আমিরাতে পাঁচ ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিটিতেই বেঞ্চ গরম করেছেন সাকিব আল হাসান। তবে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাদশে থাকতে পারেন বাংলাদেশি এই অলরাউন্ডার। তেমনই ইঙ্গিত দিয়েছেন কলকাতার হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

ইনজুরির কারণে কলকাতার হয়ে সবশেষ দুই ম্যাচে খেলেননি ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সেই দুই ম্যাচে সাকিবের খেলার সম্ভাবনাও জেগেছিল। কিন্তু প্রথম ম্যাচে টিম সাউদি ও দ্বিতীয় ম্যাচে টিম সাইফার্টকে খেলায় কলকাতা। দুজনেই ম্যাককালামের স্বদেশি। তাই ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া টুইটারে ‘সাকিব যদি কিউই হতেন…’ লেখে হতাশা ব্যক্ত করেন।

অবশ্য ব্যাপারটা তেমন নয় বলে জানিয়েছেন ম্যাককালাম। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫ উইকেটে হারের পর তিনি বলেন, ‘আমাদের হাতে অনেক বিকল্প আছে। দল নির্বাচনের সে সব সময় আমাদের ভাবনায় থাকে। কারণটা হলো ব্যাটিং-বোলিংয়ে তার সক্ষমতা। আমরা সম্ভবত ব্যাটার হিসেবে তাকে বেশির ভাগ সময় টপঅর্ডারেই দেখি। কিন্তু তার মানে এই নয় যে, তাকে অন্য জায়গায় খেলানো যাবে। তাই নিশ্চিত ভাবেই আগামী ম্যাচের জন্য সে আমাদের পরিকল্পনায় থাকবে।’

আইপিএলের ভারত অংশে কলকাতার একাদশে শুরুর তিন ম্যাচে ছিলেন সাকিব। কিন্তু পারফরম্যান্স (৩৮ রান ও ২উইকেট) একেবারেই মলিন ছিল। ফলে জায়গা হারান একাদশে। তবে সাকিবকে ছাড়া কলকাতা খুব একটা বাজে খেলেনি। ভারত অংশের ব্যর্থতা ভুলে, আরব আমিরাতে ঘুরে দাঁড়িয়েছে তারা। ১২ ম্যাচে ৫ জয় ও ৭ হারে ১০ পয়েন্ট নিয়ে চারে আছে এউইন মরগানের দল। প্লে-অফে যেতে হলে বাকি দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই তাদের।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *