fbpx
হোম আন্তর্জাতিক সর্বশেষ আফগান ইহুদি তুরস্কে আশ্রয় নিলেন
সর্বশেষ আফগান ইহুদি তুরস্কে আশ্রয় নিলেন

সর্বশেষ আফগান ইহুদি তুরস্কে আশ্রয় নিলেন

0

আফগানিস্তানে থাকা সর্বশেষ ইহুদি বাসিন্দা দেশটি ছেড়ে তুরস্কে আশ্রয় নিয়েছেন। জেবুলুন সিমানতভ নামের এই ব্যক্তিকে তুরস্ক ভিসা দেয়ার পর রোববার তিনি ইস্তাম্বুলে পৌঁছেছেন।

সশস্ত্র আফগান রাজনৈতিক দল তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণ নেয়ার পর পরই অবশ্য দেশটির একমাত্র ইহুদি নাগরিক জেবুলুন সিমানতভকে বের করে নিয়ে আসা হয়।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুল পৌঁছেন সিমানতভ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলের আশকেনজাই রাব্বি (ইহুদি ধর্মীয় নেতা) মেনদি ছিত্রিক।

জেবুলুন সিমানতভ তাকে ভিসা ও অন্য সহায়তা দেয়ার জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান।

৬২ বছর বয়সী সিমানতভ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি রাজধানী কাবুলেই বসবাস করতেন।

আফগানিস্তানে দীর্ঘদিনের চলমান যুদ্ধে দেশটিতে বাস করা ইহুদি জনগোষ্ঠী অন্য দেশে অভিবাসন করে। এমনকি সিমানতভের পরিবার-পরিজনও আফগানিস্তান ছেড়ে চলে যায়। কিন্তু সিমানতভ এতদিন একাই দেশটিতে রয়ে গিয়েছিলেন।

সূত্র : ডেইলি সাবাহ

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *