fbpx
হোম রাজনীতি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম যুবদলের
সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম যুবদলের

সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম যুবদলের

0

আগামী ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যবস্থা না করলে গণভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুবদল। এসময় জোর দাবি ওঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পাঠানোর। সরকার দাবি না মানলে রাজপথ ছাড়বে না বলে সতর্ক করেন বিএনপি নেতারা।

কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে কি-না! প্রশ্ন রেখে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা জোর করে আগের রাতে ভোট ডাকাতি করে, কোনও ভোট না করে ক্ষমতায় বসে থাকতে পারে, যারা অবলীলায় ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে, যারা মানুষকে গুলি করে খুন করতে পারে, গুম করতে পারে তাদের পক্ষে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা অসম্ভব নয়। আমরা এ বিষয়ে পরিষ্কার জানতে চাই।

তিনি আরও বলেন, খালেদা জিয়া এতটাই অসুস্থ যে তাকে দেশে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। খালেদা জিয়াকে রাজনীতি থেকে শুধু নয়, তাকে জীবন থেকে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছে সরকার।

সরকারের মধ্যেই খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সম্মতি রয়েছে বলে দাবি করে তিনি জানান, তাদের মন্ত্রীরাও বলেন এটা দেয়া উচিত। তাদের এমপিরাও বলেন মানবিক কারণে এটা দেয়া উচিত। সারা দেশের মানুষ তো বলছেই। ডাক্তার, অধ্যাপক, বুদ্ধিজীবীরা বলছেন। কিন্তু তিনি (শেখ হাসিনা) এটা শুনতে চান না। কারণ হল প্রতিহিংসা।

২৪ ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে পাঠানো না হলে গণভবন ঘেরাওয়ের কর্মসূচি দেন যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব। তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশ যেতে না দেয়া হলে বাংলাদেশের যুবসমাজ গণভবন ঘেরাও করবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মীদের রাজপথে থাকতে বলেন বিএনপি নেতারা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *