fbpx
হোম রাজনীতি সংসদে ‘ওয়াইফাই’ পাসওয়ার্ড জয় বাংলা
সংসদে ‘ওয়াইফাই’ পাসওয়ার্ড জয় বাংলা

সংসদে ‘ওয়াইফাই’ পাসওয়ার্ড জয় বাংলা

0

জাতীয় সংসদ কক্ষে ওয়াই-ফাই ব্যবহার নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের টিপ্পনীর মুখে পড়েছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা।

মঙ্গলবার(১৬ নভেম্বর) জাতীয় সংসদে ‘বিরোধী দলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের আলোচনার সময় এ ঘটনা ঘটে।

জাতীয় সংসদ কক্ষে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকার অভিযোগ তুললে বিএনপির রুমিন ফারহানাকে ওয়াইফাই সংযোগ নেওয়ার জন্য বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তবে আইনমন্ত্রী আনিসুল হক ‘টিপ্পনী’কেটে বলেন, ‘ওয়াইফাইয়ের কোড (পাসওয়ার্ড) ‘জয়বাংলা’ তাই বোধহয় উনি ব্যবহার করবেন না।’

এসময় সরকারি দলের আসনগুলোতে হাসির রোল পড়ে। মঙ্গলবার সংসদে ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় এ ঘটনা ঘটে।

বিলটির জনমত যাচাইয়ের প্রস্তাব দেওয়ার সময় রুমিন ফারহানা তার নেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি করেন। শারীরিক অবস্থা বিবেচনা করে ‘আইনগতভাবে’খালেদাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার দাবি করেন রুমিন। তবে আইনমন্ত্রীর জবাবের সময় রুমিন ফারহানা অনুপস্থিত ছিলেন।

পরে সংশোধনী প্রস্তাব তোলার সময় রুমিন বলেন, ‘থ্রিজি, ফোরজি, ফাইভজির কথা শুনি। কিন্তু সংসদে নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার।’

আইনমন্ত্রী উল্লেখ করা ৪০১ ধারা দেখার জন্য ইন্টারনেটের জন্য রুমিন সংসদ কক্ষের বাইরে গিয়েছিলেন বলে জানান তিনি। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রুমিন ফারহানাকে সংসদের ওয়াইফাই ব্যবহার করার পরামর্শ দেন। এসময় রুমিন কিছু বলার চেষ্টা করেন। তবে মাইক বন্ধ থাকায় তা শোনা যায়নি।

রুমিনের কথার জবাব দিতে উঠে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ওয়াইফাইয়ের কোড জয় বাংলা বলে উনি ব্যবহার করবেন না বলে শুনলাম।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *