fbpx
হোম আন্তর্জাতিক সংযুক্ত আরব আমিরাতের ৪৮ তম জাতীয় স্বাধীনতা দিবস আজ
সংযুক্ত আরব আমিরাতের ৪৮ তম জাতীয় স্বাধীনতা দিবস আজ

সংযুক্ত আরব আমিরাতের ৪৮ তম জাতীয় স্বাধীনতা দিবস আজ

0

সংযুক্ত আরব আমিরাত আরব উপদ্বীপে পারস্য উপসাগরের দক্ষিণ-পূর্বে এবং ওমান উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি দেশ। ১৯৭১ সালের (২ ডিসেম্বর) ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। এ বছর ৪৮ তম স্বাধীনতা ও জাতীয় দিবস আজ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আমিরাতের সাতটি শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ, রাস আল খাইমাহ, উম্ম আল কোয়াইন-সহ আমিরাতের প্রধান প্রধান সড়কসহ শহরের সড়কগুলো জাতীয় পতাকার পাশাপাশি আলোক সজ্জায় শোভা পাচ্ছে। বিমান মহড়া, ড্যান্সিং ঝরণা, আলোকসজ্জা, আতশবাজি, উঁচু ভবনে রঙ বেরঙের সাজ আর আলোর ঝলকানি যেন নতুন রূপ ধারণ করেছে। আমিরাতজুড়ে সাজানো হয়েছে নানা রঙের ব্যানার ফেস্টুন আর আলোর ঝলকানিতে দালানগুলো অপূর্ব লাগছে। স্কুল কলেজ, অফিস আদালত, সুপার ও হাইপার মার্কেট সেজেছে নানা সাজে।

দিবসটি উদযাপনের লক্ষ্যে আরবের অধিবাসীরা আমিরাতের শেখদের ছবি ও পতাকা দ্বারা নিজেদের গাড়ি সাজানো হয়েছে। আমিরাতের বিভাগীয় শহরের কর্নেস পাড়ে (রোববার-রাত ১২টার পর) দিবাগত রাতে সেসব গাড়ির প্রদর্শনী দেখানো হচ্ছে। আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে ও আরব অধিবাসীদের উৎসাহ প্রদানের জন্য শহরের বিভিন্ন মহাসড়কে সে রাতে আমিরাতে অবস্থিত বিভিন্ন দেশের প্রবাসীসহ আরবে অভিবাসী পর্যটকের ভিড় জমিয়েছেন। আবুধাবির কর্ণিস রোডে অবস্থিত শেখ প্যালেসের আতশবাজিতে পুরো শহর জুড়ে আলোকিত হয়ে গেছে।

এদিকে আবুধাবি-শেখ খলিফা বিন যায়েদ আল-নাহিয়ান, দুবাই-শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম, শারজাহ-শেখ সুলতান বিন মোহাম্মদ আল-কাশিমি, আজমান-শেখ হুমাইদ বিন রশিদ আল-নুয়াইমি, ফুজাইরাহ-শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আশ-শারকি, রাস আল খাইমাহ-শেখ সৌদ বিন শাকর আল-কাশিমি ও উম্ম আল কোয়াইন-শেখ সৌদ বিন রশিদ আল-মু’আল্লা ৪৮ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় ও আমিরাতে অবস্থানরত সকল অভিবাসীদের অভিনন্দন এ উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *