fbpx
হোম আন্তর্জাতিক শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের শপথ
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের শপথ

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের শপথ

0

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আজ বৃহস্পতিবার (২১ জুলাই) শপথ নেবেন। বুধবার দেশটির পার্লামেন্টে নির্বাচিত হন তিনি।

এর আগে বিক্ষোভের মুখে গত সপ্তাহে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে ইমেইলে নিজের পদত্যাগপত্র পাঠান তিনি।

বুধবার দেশীয় রীতি অনুযায়ী শ্রীলঙ্কার পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধাম্মিকা দাসানায়েক কোরাম ঘণ্টা বাজানোর পর গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। পার্লামেন্টের ২২৫ জন আইনপ্রণেতা তার পক্ষে ভোট দেন।

 

এ সময় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেসহ দেশটির প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী ছিলেন তিনজন। বাকি দুজন হলেন ক্ষমতাসীন দলের ডুলাস আলাহাপেরুমা ও বামপন্থী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের অনুর কুমার দিসানায়েক।

তিন প্রাথীর মধ্যে রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ১৩৪ ভোট। ডুলাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট। আর অনুর কুমার দিসানায়েক পেয়েছেন মাত্র তিন ভোট। নির্বাচিত নতুন প্রেসিডেন্ট ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত গোটাবায়া রাজাপক্ষের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করবেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *