fbpx
হোম জাতীয় শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত
শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

0

১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধুর সঙ্গে শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করা হয়। শহীদ শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ডাক অধিদফতর ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করেছে।

রোববার (১৮ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার দফতর থেকে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত এবং ডাটাকার্ড প্রকাশ করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা রাখা হয়েছে। স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম রোববার ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। পরবর্তী সময়ে অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরসহ দেশের সব ডাকঘর থেকে স্মারক ডাকটিকিট বিক্রি করা হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *