fbpx
হোম অন্যান্য শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন
শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন

শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন

0

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাহজাদপুর হয়ে পাবনার ঢালার চর পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন করা হয়েছে।

আজ দুপুরে শাহজাদপুর চৌকি কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আনোয়ার হোসেন, অধ্যক্ষ আব্দুল আজিজ, শাহজাদপুর আদালতের আইনজীবী কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত হোসেন প্রমুখ। এর পূর্বে উপজেলা চত্বর থেকে একটি র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পুর্বস্থানে ফিরে আসে।

বক্তারা বলেন, শাহজাদপুর হচ্ছে কৃষি, তাঁত, গো-শিল্প সমৃদ্ধ বাংলাদেশের একটি বৃহৎ জনবহুল উপজেলা। এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাঘাবাড়ি নৌবন্দর, মিল্কভিটাসহ অনেক ঐতিহাসিক স্থাপনা এবং দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট রয়েছে। অন্যান্য যোগাযোগ ব্যবস্থাও ভাল। তবে আমরা কেবল পিছিয়ে আছি রেল যোগাযোগের ক্ষেত্রে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোড় দাবি, উল্লাপাড়া থেকে শাহজাদপুর হয়ে পাবনার ঢালার চর পর্যন্ত রেল লাইন স্থাপনের ব্যবস্থা করে দিন। এ রেলপথ স্থাপিত হলে এই অঞ্চলের মানুষের দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *