fbpx
হোম আন্তর্জাতিক লাশ হয়ে পড়ে ছিল করোনা আক্রান্ত নারী
লাশ হয়ে পড়ে ছিল করোনা আক্রান্ত নারী

লাশ হয়ে পড়ে ছিল করোনা আক্রান্ত নারী

0

করোনা ভাইরাসে চীনের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, করোনা আক্রান্ত এক নারী মারা যাওয়ার পর দু’দিন ধরে তার বাড়িতেই লাশ পড়ে ছিল।

ইতালির নেপলেস শহরে গত শনিবার মারা যান ৪০ বছর বয়সী থেরেসা ফ্রান্জাসে। সপ্তাহখানেক আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, থেরেসার মরদেহ ওই বাড়িতে তার ভাই, বাবা-মা এবং অন্য সদস্যদের সামনে পড়ে ছিল ৩৬ ঘণ্টার মতো। স্বজন হারানোর শোকের মাঝেও তার সৎকার কীভাবে হবে সে চিন্তায়ই যেন বেশি নিমজ্জিত হয়ে পড়েছিলেন তারা। এ এক ভয়াবহ বাস্তবতা।

ওই নারীর ভাই লুসা এ ব্যাপারে একটি ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করেন। পরে অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গে জড়িত একটি সংস্থা আপ্রিয়া ফিনারেল হোম ওই দেহ সৎকারের আগ্রহ দেখায়। আপ্রিয়া ফিনারেল হোমের কর্মকর্তারা বলছেন, এটা একেবারেই বিভৎস একটা ব্যাপার। আমরা মাস্ক, সুরক্ষিত জুতা, স্যুট, গ্লাভসসহ অন্যান্য প্রতিরক্ষামূলক পোশাক পরে মরদেহ উদ্ধার করেছি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *