fbpx
হোম আন্তর্জাতিক লাদাখ সীমান্ত নিয়ে চীন-ভারতের বৈঠক
লাদাখ সীমান্ত নিয়ে চীন-ভারতের বৈঠক

লাদাখ সীমান্ত নিয়ে চীন-ভারতের বৈঠক

0

প্রায় চার মাস ধরে চলা লাদাখ সংকট নিরসনে আজ মস্কোতে বসছে চীন-ভারতের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক। সরকারি সুত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

তাতে বলা হয়, বেইজিং এর প্রস্তাবে সাড়া দিয়ে, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের সাইডলাইনে হতে পারে এই বৈঠক।

এরআগে , কুটনৈতিক আলোচনার মধ্য দিয়েই সমাধানের আশাবাদ ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আলোচনায় রাজি হলেও সংকটের জন্য চীনকেই দায়ী করে আসছে ভারত। একই অভিযোগ চীনেরও।

গত জুনে গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সেনাদের সংঘর্ষে ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়। সেই ঘটনার পর দুই দেশের সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক বৈঠক হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *