fbpx
হোম আন্তর্জাতিক লাদাখে চীন আরও সৈন্য সংখ্যা বাড়িয়েছে
লাদাখে চীন আরও সৈন্য সংখ্যা বাড়িয়েছে

লাদাখে চীন আরও সৈন্য সংখ্যা বাড়িয়েছে

0

বিতর্কিত লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কালো তাঁবু টানিয়ে আরও সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে চীন। গত দুই দিনে সীমান্তের ৯ কিলোমিটার এলাকায় চীনা সেনাবাহিনীর অন্তত ১৬টি শিবির স্থাপনের দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে।

দুদিন আগে এক বৈঠকে উভয় দেশই বিতর্কিত ওই সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিতে রাজি হলেও উল্টো পথে হেঁটেছে চীন। সৈন্য সরানোর পরিবর্তে ঘাঁটির পাশাপাশি সামরিক সরঞ্জামও বাড়ানো হয়েছে বলে দাবি নয়াদিল্লির সামরিক বিশ্লেষকদের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, চীন ওই এলাকা থেকে এখনও সরে যায়নি এবং সেখানে ব্যাপক সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে, যা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সামরিক বাহিনীর জন্য একটি প্রত্যক্ষ হুমকি।

গত ২২ জুন লাদাখে দুই দেশের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উভয় দেশ উত্তেজনা প্রশমনে সীমান্ত থেকে অতিরিক্ত সৈন্য প্রত্যাহারে সম্মত হয়।

স্যাটেলাইট চিত্র বিশেষজ্ঞরা এনডিটিভিকে বলেছেন, ১৬টি সামরিক শিবিরের পাশাপাশি ওই এলাকায় শত শত ট্রাক, বুলডোজার ও অন্যান্য ভারী যানবাহন চলাচল করছে। এসব যানবাহন ও ভারী নির্মাণ সরঞ্জামের মধ্যে দ্রুতগতিতে সেতু ও সড়ক নির্মাণের যন্ত্রপাতিও রয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *