fbpx
হোম আন্তর্জাতিক রোহিঙ্গা গণহত্যার রায় কাল
রোহিঙ্গা গণহত্যার রায় কাল

রোহিঙ্গা গণহত্যার রায় কাল

0

রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামীকাল ২৩ জানুয়ারি ।

গত ১৪ জানুয়ারি গাম্বিয়ার বিচার বিষয়ক মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়েছিল । মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এই মামলাটি করে গাম্বিয়া । গত বছর ১১ নভেম্বর জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দেশটির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচার বিষয়ক মন্ত্রী আবু বকর তামবাদু ।

মিয়ানমারের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ করেন তিনি । যেহেতু আন্তর্জাতিক আদালতে মামলা নিষ্পত্তি হতে দীর্ঘ কয়েক বছর সময় প্রয়োজন । তাই মামলা দায়েরকারী মূল মামলার পাশাপাশি অন্তর্বর্তীকালীন প্রতিকার চেয়েও আবেদন করেন । সেই আবেদনের প্রেক্ষিতে গত ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয় ।

প্রসঙ্গত, ২০১৭ সালে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে মিয়ানমার সেনাবাহিনী বর্বর অভিযান চালায় । হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে । এতে জীবন বাঁচার তাগিদে প্রায় ১০ লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *