fbpx
হোম অনুসন্ধান রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা আটক, ২ যুবকের লাশ উদ্ধার
রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা আটক, ২ যুবকের লাশ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা আটক, ২ যুবকের লাশ উদ্ধার

0

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি বিদেশী পিস্তলসহ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

আটককৃত অস্ত্রধারী রোহিঙ্গার নাম ছব্বির আহমদ (২৫), পিতা-দীল মোহাম্মদ। তাকে বালুখালী ২ নম্বর ক্যাম্প থেকে রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পিস্তল-গুলিসহ আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উখিয়া থানার ওসি মো: আবুল মনসুর বলেন, আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী ছব্বির আহমদ এই অত্যাধুনিক অস্ত্র কোথায় পেল, কি কাজে ব্যবহার করা হবে, সে সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য কিনা সবকিছু জানার জন্য আদালতে রিমাণ্ড চাওয়া হবে।

এদিকে, কক্সবাজার শহরের কাটা পাহাড় ও কবিতা চত্বর এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ দুইটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজন শহরের বাহারছড়া এলাকার রিফাত (২৫) ও অপরজন সদরের খরুলিয়ার রাজা মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত খাইরুজ্জামান। তিনি বলেন, ‘হয়তো ভোরের দিকে মাদক সন্ত্রাসী বা ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *