fbpx
হোম ক্রীড়া রোজা রেখেই ব্যাট হাতে ইতিহাস গড়লেন পাকিস্তানি ক্রিকেটার
রোজা রেখেই ব্যাট হাতে ইতিহাস গড়লেন পাকিস্তানি ক্রিকেটার

রোজা রেখেই ব্যাট হাতে ইতিহাস গড়লেন পাকিস্তানি ক্রিকেটার

0

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে রান তাড়ায় উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ জুটির নতুন ইতিহাস গড়েছেন মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। প্রোটিয়াদের বিপক্ষে তাদের উদ্বোধনী জুটিতে এসেছে ১৯৭ রান।

সফরকারী পাকিস্তান সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে। ২০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাবর আজমরা।

১২২ রানের ইনিংস খেলে বাবর আজম আউট হলেও ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ২টি ছয়। মাহে রমজানের রোজা রেখেই বাবর আজমের সাথে অনবদ্য এই ইতিহাস গড়েছেন রিজওয়ান। ম্যাচ শেষে অধিনায়ক বাবর আজম জানিয়েছেন বিষয়টি।

টি-টোয়েন্টিতে রান তাড়ায় উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ পার্টনারশিপঃ

১৯৭ – মোহাম্মদ রিজওয়ান (৭৩*) এবং বাবর আজম (১২২) বনাম দক্ষিণ আফ্রিকা, সেঞ্চুরিয়ন ২০২১, ১৭১* – মার্টিন গাপটিল (৮৭*) এবং কেন উইলিয়ামসন (৮৪*) বনাম পাকিস্তান, হ্যামিল্টন ২০১৬, ১৪৩* – এমজে লাম্ব (৫৩*) এবং অ্যালেক্স হেলস (৮০*) বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন ২০১৩।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *