fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা রায় শুনেই মাথায় হাত দিয়ে বসে পড়েন সাবরিনা
রায় শুনেই মাথায় হাত দিয়ে বসে পড়েন সাবরিনা

রায় শুনেই মাথায় হাত দিয়ে বসে পড়েন সাবরিনা

0

করোনার ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা করার মামলায় ১১ বছর কারাদণ্ডের প্রতিক্রিয়ায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী বলেছেন, একদিন প্রমাণ হবে সাবরিনা নির্দোষ। আমি নির্দোষ কিন্তু দেশবাসি জানলো আমি অপরাধী। শুধু এটুকুই বলব আল্লাহ এর একদিন বিচার করবেন।

আজ মঙ্গলবার (১৯ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন সাবরিনা ও তার স্বামী আরিফুল চৌধুরীসহ আট আসামিকে ১১ বছর কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় এজলাস কক্ষে প্রথমে সাবরিনা বসে পড়েন। এসময় তিনি মাথায় হাত রাখা অবস্থায় বিমর্ষ ছিলেন। রায় পড়া শুরু হলে দাঁড়িয়ে স্বামী আরিফুলের সঙ্গে ফিসফিস করে কথা বলেন। পরে দোয়া পড়তে দেখা যায়।

এছাড়া রায় ঘোষণার পর এক আইনজীবী দ্রুত বের করে আনার কথা বললে উত্তরে তখন সাবরিনা বলেন, আমি তো সেদিনই মরে গেছি। যেদিন আমাকে এখানে ঢুকানো হয়েছে। আমি বের হবো কি না সেটা বড় কথা না। বড় কথা হলো দেশবাসী জানলো আমি অপরাধী।

২০২০ সালের ২৩ জুন করোনার ভুয়া সনদ দেয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আরিফুল চৌধুরীসহ ছয় জনকে ও পরবর্তীতে স্ত্রী সাবরিসহ দুইজনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। এরপর তেঁজগাও থানায় তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়, আসামিরা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয় যার অধিকাংশ ভুয়া।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *