fbpx
হোম অন্যান্য রাতের অন্ধকারে গরীবের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলো ছাত্ররা
রাতের অন্ধকারে গরীবের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলো ছাত্ররা

রাতের অন্ধকারে গরীবের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলো ছাত্ররা

0

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এসএসসি ‘১৪ ব্যাচের শিক্ষার্থীরা ৭০জন অসহায় মানুষের কাছে রমজানের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে। রোববার রাতের আঁধারে তারা এ উপহার সামগ্রী দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়।

এসএসসি ‘১৪ ব্যাচের শিক্ষার্থীরা সম্মিলিত উদ্যোগে নিজেদের অর্থ দিয়ে একটি ত্রাণ তহবিল সংগ্রহ করে। এরপর তারা সেই তহবিল থেকেই রমজানের এ উপহার প্যাকেজ তৈরি করে।

যারা এ কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের উল্লেখযোগ্য কয়েকজন হলেন-ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী খেয়া মল্লিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শাহীন আলম সান, সাকিব এবং রোমান।

নিজেদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এসএসসি ‘১৪ ব্যাচের শিক্ষার্থীরা বলেন, ‘না খেয়ে বেঁচে থাকা যে কত কষ্টের সেটা একটু হলেও বুঝতে পেরেছি। করোনা ভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন থাকায় এখানকার অনেক মানুষই কর্মহীন হয়ে অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করছে। আর তাই আমরা চাই যে, একজনের মুখে হলেও হাসি ফোটাতে। এই ক্ষুদ্র চেষ্টায় অনেকে  সাহায্য করেছে।’

Like
Like Love Haha Wow Sad Angry
31

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *