fbpx
হোম রাজনীতি রাজপথের ফায়সালার জন্য প্রস্তুতি নিন: সুলতান সালাহউদ্দিন
রাজপথের ফায়সালার জন্য প্রস্তুতি নিন: সুলতান সালাহউদ্দিন

রাজপথের ফায়সালার জন্য প্রস্তুতি নিন: সুলতান সালাহউদ্দিন

0

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, স্বৈরাচার, ফ্যাসীবাদ এমনি এমনি ক্ষমতা ছেড়ে যায় না। তাদেরকে টেনে-হিচড়ে নামাতে হয়। রাজপথে রক্ত দিয়ে, আন্দোলন করে তাদেরকে ক্ষমতা থেকে সরাতে হয়। এবারও এই ফ্যাসিবাদ সরকারকে সরাতে রাজপথের আন্দোলন করতে হবে। রাজপথেই ফায়সালা করতে হবে। সবাইকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

আগামী ২৭ অক্টোবর এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে দিনভর নানান কর্মসহূচি ছাড়াও নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

টুকু বলেন, বিএনপির দাবির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে সরকারের মাথা খারাপ অবস্থা। এখন একটু ধাক্কা দিতে হবে। সেই ধাক্কার দেয়ার জন্য রাজপথে সবাই মিলে, একসঙ্গে নামতে হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যেতে হবে। বিজয় আমাদের হবেই।

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, বিগত ১৪ বছর লুটপাট, হত্যা, খুন, গুম করে পুরো দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। এখন দেশকে মেরামত করতে হবে। এজন্য দরকার জনগণের সরকার। সেই জনগণের জন্য, দেশের গণতন্ত্রের জন্য সবাইকে এক কাতারে মিলেমিশে চলমান আন্দোলনকে চূড়ান্ত আন্দোলনের রূপদান করতে হবে। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেলের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *