fbpx
হোম রাজনীতি রাজনীতির বাইরে গিয়ে খালেদা জিয়াকে বাঁচান: ফখরুল
রাজনীতির বাইরে গিয়ে খালেদা জিয়াকে বাঁচান: ফখরুল

রাজনীতির বাইরে গিয়ে খালেদা জিয়াকে বাঁচান: ফখরুল

0

রাজনীতির বাইরে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ সাবেক প্রধানমন্ত্রী জীবনমৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন। তার চিকিৎসার ব্যাপারে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। তাকে অসুখগুলো থেকে সারিয়ে তোলার মতো তারা পুরোপুরি ইকুইপ্‌ড নন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন এবং বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে জেলা-মহানগরে আট ঘণ্টার গণঅনশন কর্মসূচি ঘোষণা করেন তিনি।

বিএনপি মহাসচিবের এ কর্মসূচি ঘোষণা করার কিছু সময় আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পৃথকভাবে একই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, জ্বালানি তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিতব্য মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে। তার পরিবর্তে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালিত হবে। দলের একই কর্মসূচি একই দিন দুই কার্যালয় থেকে ঘোষণা দেওয়ায় বিএনপির আভ্যন্তরীণ সমন্বয়হীনতাকে দায়ী করছেন নেতাকর্মীরা।

গুলশানের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সব জেলা-মহানগরে গণঅনশন কর্মসূচি পালন করবেন তারা। ওইদিন সীমান্ত হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রাজধানী ঢাকার ভেন্যু সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ঢাকায় কোথায়ও ভেন্যু পাওয়া না গেলে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি পালন করব।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *